আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল নিয়ে মমতার দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে। বিজেপির সর্ব-ভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেছেন, অমিত শাহ–জেপি নাড্ডার নেতৃত্বে এগিয়ে চলেছে বিজেপি। সামনের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৫০টা আসন পাবে না।
অর্থাৎ তৃণমূলকে কি করে দুর্বল করা যায়, আর বিজেপি'র আসন বাড়ানো যায় সেই বিষয়েই এদিন স্ট্র্যাটেজি সাজান তারা। এবার সেই নকশা অনুযায়ী এবার কাজ শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুধবার কলকাতার সল্টলেকের বাড়িতে শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকের পর একথা বলেন মুকুল রায়। দু'জনের মধ্যে আধ ঘণ্টা বৈঠক হয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর এটাই একান্তে প্রথম বৈঠক।
সূত্রের খবর, প্রশান্ত কিশোর যে দাবি করেছেন তা প্রেক্ষিতেই আলোচনা হয়েছে। কিভাবে বিধানসভা নির্বাচনে আসন বাড়ানো যায় তা নিয়েই দু'পক্ষের মধ্যে কথা হয়েছে। যদিও মুকুল রায়ের কথায়, ''শুভেন্দু গণ–আন্দোলনের ফসল। অনেক কাছ থেকে দেখেছি। আমাদের দূরত্ব ছিল রাজনৈতিক কারণে। আমি বিজেপি নেতা ও তৃণমূল নেতা। এখন একই দলে আছি। শুভেন্দুও জানিয়ে দেন, 'একই দলে আছেন, তাই এসেছেন।'
আসলে অমিত শাহ বঙ্গ–সফরে এসে রাতে যখন পাঁচতারা হোটেলে বৈঠকে বসেছিলেন তখন সেখানে শুভেন্দুকে আসন নিয়ে কিছু কথা বলেন। সেই বিষয়েই কথা ছিল। কাঁথিতে শুভেন্দুর গড়েই এদিন সভা করেছে তৃণমূল। ওই সভা থেকে শুভেন্দুকে মীরজাফর বলে নিশানা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এই নিয়ে মুকুল রায় বলেন, ''এর আগেও কাঁথিতে একাধিকবার শুভেন্দুকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। সফল হয়নি।''