শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:০৯:৫১

বিশ্বের যেসব দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে

বিশ্বের যেসব দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কর্মসূচি। এই ভাইরাসে বিশ্বে প্রায় ৭ কোটি ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দেশগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। 

যুক্তরাজ্য : ৮ ডিসেম্বর মার্গারেট কিনান নামের ৯০ বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন। যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার কয়েকদিনের মাথায় দেশটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত : ১৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে করোনা ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়। তেল সমৃদ্ধ উপসগারীয় দেশটি ফাইজার-বায়োএনটেক ও চীনের উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিনকে গণহারে প্রয়োগের অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্র : ১৪ ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। প্রথম মার্কিন নাগরিক হিসেবে নিউ ইয়র্ক সিটির ক্রিটিক্যাল কেয়ার নার্স সান্দ্রা লিন্ডসে ভ্যাকসিন গ্রহণ করেন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর দশ লাখের বেশি মানুষ তা নিয়েছেন। দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

কানাডা : কানাডাতেও প্রথম ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ১৪ ডিসেম্বর। দেশটির কুইবেকের ৮৯ বছরের বৃদ্ধা প্রথম রোগী হিসেবে এই ভ্যাকসিন গ্রহণ করেন। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের মতোই উত্তর আমেরিকার দেশটি মডার্নার ভ্যাকসিনকেও প্রয়োগের অনুমতি দিয়েছে। 

সৌদি আরব : আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে সৌদি আরব। ১৭ ডিসেম্বর দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে