শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫১:২২

ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য: এরদোয়ান

ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলেও সমালোচনা করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার জুম্মার পরে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এরদোয়ান বলেন, ইসরায়েলের ‘উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে’ তুরস্কের ইস্যু রয়েছে। এই ইস্যুগুলো না থাকলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হত বলে মন্তব্য করেন এরদোয়ান।

এসময় এরদোয়ান আরো বলেন, ‘ফিলিস্তিন নীতি আমাদের লাল দাগ। ইসরায়েলের ফিলিস্তিন নীতি আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের সঙ্গে যদি আমাদের ইস্যু না থাকত, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে