রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:০৫:০৩

'জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে চরম মূল্য চোকাতে হবে', পাকিস্তানকে আফগান নেতাদের হুমকি

'জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে চরম মূল্য চোকাতে হবে', পাকিস্তানকে আফগান নেতাদের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি চলার মাঝেই বারবার জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠছে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত। কয়েকদিন আগেই জঙ্গি নেটওয়ার্ক চালানোর জন্য কাবুল থেকে ১০ জন চীনা গুপ্তচরকেও গ্রেপ্তার করেছে আফগানিস্তানের প্রশাসন।

এবার জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে ভবিষ্যতে চরম মূল্য চোকাতে হবে বলে হুমকি দিলেন আফগানিস্তানের রাজনৈতিক নেতারা। শনিবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানকে 'তালিবানের জন্মস্থান' বলে উল্লেখ করলেন প্রভাবশালী আফগান নেতা আতা মোহাম্মদ নুর। পাকিস্তান যদি জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করেন তাহলে ভবিষ্যতে চরম মূল্য চোকাতে হবে বলেও হুমকি দেন তিনি।

সম্প্রতি তালিবানদের শীর্ষ নেতা আবদুল গনি বারাদারের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তাতে ওই তালিবান নেতাকে বলতে শোনা গিয়েছিল, আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে তালিবান নেতৃত্ব ও পাকিস্তানে থাকা তালিবান ইমাম কাউন্সিল শান্তি প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খুব তাড়াতাড়ি তা বাস্তবায়িত হবে। 

তার প্রেক্ষিতেই আতা মোহাহম্মদ নুর টুইট করেন, ''তার মানে পাকিস্তান যে তালিবানদের মদত দেয় এটা আফগানিস্তানের সরকার খুব ভালভাবেই জানে। অবিলম্বে যদি পাকিস্তানকে এই বিষয়ে সতর্ক না করা হয় তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠবে। যার ফল আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের ইমরান খানের সরকারকেও পোয়াতে হবে।''

আফগানিস্তানের একটি প্রদেশের প্রাক্তন গর্ভনর আতা মোহাম্মদ নুরের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন অন্য আফগান নেতারাও। অবিলম্বে ইমরান খান যদি জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করেন তাহলে পাকিস্তানকে চরম মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে