সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৩:৫০

বিকট শব্দে আকাশে ছুটা রহস্যময় আগুনের গোলা নিয়ে বাড়ছে কৌতূহল!

বিকট শব্দে আকাশে ছুটা রহস্যময় আগুনের গোলা নিয়ে বাড়ছে কৌতূহল!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীনের কিনঘাই প্রদেশের নাংকিয়ান ও উসু কাউন্টির আকাশে আগুনের চলমান গোলা দৃশ্যমান হয়েছে। চোখ ঝলসে দেওয়া সেই গোলা ক্রমশ নিচের দিকে নেমে যেতে দেখা যায়। তারপর এক সময় মিলিয়েও যায় দিগন্তে। স্বাভাবিকভাবেই এমন অদ্ভুত দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। 

জানা গেছে, সকাল বেলাতেই ওই আগুনের গোলাকে আকাশে দেখা গেছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেবল আলোই নয়। ওই গোলা যাওয়ার সময় বিকট শব্দও হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই জানিয়েছেন, আকাশে ওই রকম গোলা দেখে এবং সেই সঙ্গে শব্দ শুনে তারা রীতিমতো ভয়ও পেয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে ওই দৃশ্যের ভিডিও। অনেকেই সেটি শেয়ার করেছেন। একটি নয়, অনেকের ক্যামেরায় বিভিন্ন কোণ থেকেই ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই গোলা আকাশে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে আলোয় উজ্জ্বল হয়ে যাচ্ছিল চারপাশ।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সম্ভবত ওই গোলা আসলে উল্কা। তবে এটি কোথায় আছড়ে পড়েছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরাও দাবি করেছেন, ওই গোলা হলো ‘বোলাইড’ অর্থাৎ অতি উজ্জ্বল উল্কা। তবে গোলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত কিছুই এখনও জানা যায়নি। ক্রমশ কৌতূহল বাড়ছে গোলা রহস্য ঘিরে। কোথা থেকে এলো ওই গোলা, তা জানতে মুখিয়ে রয়েছেন নেটিজেনরা। সূত্র : ডেইল মেইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে