মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:০৯:১৬

যে কারণে বিরোধীরা পাক-সেনার ওপর চাপ সৃষ্টি করছে, জানালেন ইমরান খান

যে কারণে বিরোধীরা পাক-সেনার ওপর চাপ সৃষ্টি করছে, জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা ভালভাবেই অবহিত যে, তাদেরকে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্সের (এনআরও) সুবিধা দেয়া হবে না। তাই তারা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে। এনআরও অর্ডিন্যান্সের সুবিধা দেয়া হলে তাদেরকে দুর্নীতির মামলা থেকে রেহাই দেয়া হয়। 

উল্লেখ্য, রোববার পাকিস্তানের লারকানায় প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে বিশাল জনসমাবেশ করেছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। সেখান থেকে ইমরান খান ও সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, তাকে 'সিলেক্ট' করেছে যারা তাদের সমর্থন প্রত্যাহার করতে হবে ইমরান খানের ওপর থেকে। এর জবাবে ইমরান খান ওই মন্তব্য করেছেন। তিনি সোমবার সরকারের মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

বৈঠকে ইমরান খান আরো বলেন, যদি পিডিএমের ইস্যু হয় নির্বাচনে জালিয়াতি, তাহলে তাদের উচিত আমাদের সঙ্গে নির্বাচনী বিধি সংশোধনে যোগ দেয়া। কিন্তু আড়াই বছরে তারা আইন প্রণয়নের ক্ষেত্রে অংশ নেয়নি। তিনি বিরোধী দলগুলোকে একগুচ্ছ মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

ইমরান বলেন, মিথ্যা কথায় জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিরোধীরা সরকারকে ব্লাকমেইল করতে পারবে না। যদি তাদের অনুরোধে আমরা ন্যাশনাল একাউন্টেবলিটি ব্যুরোকে সংশোধন না করতাম, তাহলে আজ তারা রাস্তায় বের হতে পারতো না। পিডিএমের আন্দোলন অন্যায়। এখন পর্যন্ত কারো ব্যক্তিগত স্বার্থের জন্য কখনোই মানুষ বেরিয়ে আসেনি। ইমরান খান আরো বলেন, পিডিএম তার জন্য কোনো সমস্যা নয়। তিনি জনগণের সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দিয়েছেন। পিডিএমের সরকার বিরোধী আন্দোলনের কোনো ভবিষ্যত নেই বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি বলেন, সমস্যা সমাধানে আলোচনার জন্য উত্তম জায়গা হলো পার্লামেন্ট। কিন্তু এখন পর্যন্ত বিরোধীরা পার্লামেন্টকে ব্যবহার করেছেন নিজেদের স্বার্থে। এ সময় তিনি তার মুখপাত্রদের নির্দেশনা দেন, যেন তারা জনগণকে জানান যে কিভাবে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান সম্পদ বানিয়েছেন এবং তার পরিমাণ কত। বৈঠকে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্য রাখার জন্য জেইউআইএফ নেতা মুফতি কিফায়েতুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ বিষয়ে তিনি কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেন মুখপাত্রদের। 

সূত্র বলেছে, এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিফায়েতুল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারে। আলাদাভাবে প্রধানমন্ত্রী ইমরান তার পার্লামেন্ট বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাকে তিনি বলেছেন, যেসব রাজনীতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেন, তারা কখনোই গণতন্ত্রের ধারক বলে বিবেচিত হতে পারেন না। ইমরান খান বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে