মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ০৮:৫১:১৭

এক যুবকের বিকৃত লালসা! অজ্ঞান করে একের পর এক পথকুকুরকে ধর্ষণ!

এক যুবকের বিকৃত লালসা! অজ্ঞান করে একের পর এক পথকুকুরকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক :কী বলবেন এই ঘটনাকে? পৈশাচিক বললেও কম বলা হয়। যদিও এমন নজির নতুন নয়, এ বছরেই বর্ধমানের কালনায় মদের নেশায় ঘরে ঢুকে একটি ছাগলকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। তারপর বাড়ির পোষ্য কুকুরকেও লালসার শিকার বানিয়েছিলেন উত্তর ২৪ পরগনার দমদমের এক প্রৌঢ়। আর এবার এক যুবকের বিকৃত লালসার শিকার হল নিরীহ এক নয়, একাধিক সারমেয়!

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিদেবপুর অঞ্চলের বাসিন্দা ওই যুবক দিনের পর দিন ধর্ষণ করেছে এলাকার বহু কুকুরকে। এমনকী, ওই পৈশাচিক অত্যাচারের ফলে একাধিক কুকুরের মৃত্যুও হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, হরিদেবপুরের উত্তরপাড়া পথেঘাটে বেশ কিছু পথকুকুর ঘুরে বেড়াত। কিন্তু দুএকদিন পরপরই একটি-দুটি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল। পশুপ্রেমীরাও এলাকা ঘুরে কোনও রহস্যের কিনাড়া করতে পারছিলেন না।

এরপরই জানা যায়, এলাকার পথকুকুরদের ইনজেকশন দেয় এলাকারই বাসিন্দা যুবক রঞ্জন বাড়ুই। আর সেই প্রেক্ষিতেই বাইরে আসে ওই নৃশংস ঘটনা। ইনজেকশন দিয়ে পথকুকুরদের অজ্ঞান করে দিত ওই যুবক। তারপর ধর্ষণ করে খুন করত তাদের। তাঁকে অনুসরণ করেই গোটা ঘটনা সামনে আসে। এলাকার একাধিক সারমেয়র শরীরেও মিলেছে ধর্ষণ ও মারধরের চিহ্ন। বিষয়টি সামনে আসতেই অভিযুক্তকে বেধড়ক মারধর করে মুখে কালি লাগিয়ে দেয় স্থানীয়রা। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ যদি হয় বাংলার ছবি, মুম্বইয়ের ঘটনাও কম নৃশংস নয়। তিন মাসের ছোট্ট এক কুকুরছানার মাথা ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করার অভিযোগ উঠল। মুম্বইয়ের আনন্দ নগরে সম্প্রতি পাওয়া গিয়েছিল কুকুরটির মুণ্ডহীন ধড়। স্থানীয় এক পশুপ্রেমী কুকুরটির মৃতদেহ রাস্তার পাশে বাগানের মধ্যে পড়ে থাকতে দেখতে পান। এরপরই থানায় এফআইআর দায়ের করেন তিনি। ওই পশুপ্রেমীর কথায়, 'আমরা দিনরাত এক করে এলাকার সব পশুদের যত্ন নিই। তাদের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু এমনও কেউ কেউ আছেন, যারা এভাবে একটা পথকুকুরকে মেরে ফেলতে পারেন।'-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে