বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৬:৫৯

লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই: আসাদউদ্দিন ওয়েইসি

 লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই: আসাদউদ্দিন ওয়েইসি

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) ‘লাভ জেহাদ’ (Love-Jihad) বিরোধী আইন চালু হওয়ার পথে। সেখানকার মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে ‘ধর্ম স্বতন্ত্রতা বিল ২০২০’। এরই মধ্যে তা নিয়ে আজ ক্ষোভ উগরে দিয়েছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর অভিযোগ, সংবিধানে কোনও উল্লেখই নেই ‘লাভ জেহাদ’-এর। অথচ সেটা নিয়েই আইন আনছে বিজেপি (BJP)।

ঠিক কী বলেছেন ওয়েইসি? এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘‘লাভ জেহাদের কোনও সংজ্ঞা সংবিধানে নেই। বিজেপি শাসিত রাজ্যগুলি এই আইন এনে সংবিধানের অপমান করছে। বিজেপি সরকার যদি সত্যিই কোনও আইন আনতে চায়, তাহলে এমএসপি নিয়ে করুক। কিংবা কর্মসংস্থান নিয়েও করতে পারে।’’-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে