বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ০৪:৩০:১৩

হঠাৎ করাচি বিমানবন্দরে বোমা আতঙ্ক

হঠাৎ করাচি বিমানবন্দরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক দেখা দেয় মঙ্গলবার। এ সময় সেখানে সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। একটি মোটরসাইকেলে বাঁধা ব্যাগ থেকে 'বিপ বিপ' শব্দ হওয়ার পরই এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার বিমানবন্দরের পার্কিং এরিয়ায় ব্যাগে বাঁধা ওই বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়। কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় দুপুর তিনটা ১৫ মিনিটে নিয়মিত পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারিকারী এবং কার্গো টার্মিনালের স্টাফরা বিপ বিপ শব্দ শুনতে পান। তারা দেখতে পান ডমেস্টিক কার্গো গেটে পার্ক করা একটি মোটর সাইকেলে বাঁধা একটি ব্যাগ থেকে আলো বিকিরণ হচ্ছে এবং শব্দও সেখান থেকে পাওয়া যাচ্ছে।

সঙ্গে সঙ্গে নিরাপত্তা বিষয়ক স্টাফদের এলার্ট করা হয়। দ্রুত বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের লোকজন ছুটে যান ঘটনাস্থলে। তারা পুরো এলাকা ঘেরাও করে সংশ্লিষ্ট ইউনিটের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ওই বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেন। এই ইউনিটের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ওই ডিভাইসে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না। তবে দাহ সৃষ্টিকারী পদার্থ ছিল। এটা শুধুই অগ্নিকা্ড সৃষ্টি করতে পারতো। 

এ ঘটনার পর বিমানবন্দর পুলিশ ওই মোটর সাইকেলটি তাদের হেফাজতে নিয়ে ওই এলাকাকে ঝুঁকিমুক্ত ঘোষণা করে। মালির এসএসপি ইরফান আলী বাহাদুর বলেছেন, মোটর সাইকেলটি এবং এর মালিক সুন্দীপ কুমারকে শনাক্ত ও ভেরিফাই করা হয়েছে। তাকে ডেকে পাঠানো হয়েছিল। সুন্দীপ কুমার রয়েল এয়ারপোর্ট সার্ভিসেসের একজন প্রহরী। 

তিনি পুলিশকে বলেছেন, মালির ছোটা গেট এলাকা থেকে এই ডিভাইসটি তার মোটরসাইকেলে লাগিয়েছেন। তিনি মনে করেছিলেন এটা শুধুই আলো দেয়া একটি ডিভাইস। তার এ বক্তব্যের পর যে মেকানিক ওই ডিভাইস লাগিয়ে দিয়েছিলেন পুলিশ তার সঙ্গে সাক্ষাত করেছে। পরে মোটরসাইকেলটি তার মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে