বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ০৭:০২:২৭

নার্সদের সুন্দর আচরণ ও মিষ্টি হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয় : আয়াতুল্লাহ খামেনি

নার্সদের সুন্দর আচরণ ও মিষ্টি হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয় : আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, বর্তমানে নার্সরা জনগণের কাছে আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত। আজ (রোববার) হজরত জয়নাব (সা. আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে লাইভ টিভি ভাষণে তিনি এ কথা বলেন। ইরানে প্রতিবছর হজরত জয়নাব (সা. আ.)'র জন্মদিনকে নার্স দিবস হিসেবে পালন করা হয়।

তিনি বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মানুষ নার্সদের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করছে। নার্সরা রোগীকে শারীরিক দিক থেকে যেমন সহযোগিতা করে তেমনি মানসিক শক্তিও যোগায়। এর ফলে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। নার্সদের সুন্দর আচার-ব্যবহার এবং মিষ্টি কথা ও হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয়।

এ সময় তিনি করোনা মহামারির মধ্যে নার্সদের সেবা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। যেসব নার্স ও ডাক্তার করোনার রোগীদের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়াতুল্লাহ খামেনি। বলেন, নার্সরা মারাত্মক ঝুঁকি সত্ত্বেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হতে পারেন এটা জেনেও তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা অনেক বড় কাজ করছেন। ভবিষ্যতে নার্সরা আরও সম্মানিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে