সোমবার, ০৩ আগস্ট, ২০১৫, ০৬:০৩:৪৭

সাঁতরে ত্রাণ দিয়ে নজির সৃষ্টি এক এমপির

সাঁতরে ত্রাণ দিয়ে নজির সৃষ্টি এক এমপির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বন্যায় পানিবন্দি প্রায় চল্লিশটি পরিবারের কাছে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাঁতার কেটে পৌছলেন বানভাসিদের কাছে। তার সঙ্গে ছিলেন কোতুলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা।

এখন ব্যাঘরোল গ্রামে পৌছতে হলে ডুবজলে নামতেই হবে। দ্বিধা করেননি বিষ্ণুপুরের সংসদ সদস্য। কোতুলপুরের বিধায়কের সঙ্গে সাঁতরেই তিনি পৌছলেন বানবাসি চল্লিশটি পরিবারের কাছে। গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন। ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থাও করলেন।

গত কয়েকদিনের অতিবৃষ্টিতে পানিবন্দি কোতুলপুরের ব্যাঘরোল গ্রাম। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন।

বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। রোববার রাতভর বৃষ্টিতে পানি বেড়েছে দ্বারকেশ্বর, কংসাবতী,শিলাবতী, গন্ধেশ্বরী, শালি নদীর। নতুন করে প্লাবিত হয়েছে কোতলপুর ব্লকের বেশকিছু এলাকা।

একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রান বিলি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দুর্গতদের। কোতলপুর ব্লক এলাকায় পরিদর্শন করেন বিষ্ণপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ ও কোতলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে