মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:৫২:২৯

মমতা দিদির একের পর এক উইকেট পড়ছে : ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে দিলীপ ঘোষ

মমতা দিদির একের পর এক উইকেট পড়ছে : ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তত যেন তৃণমূল কংগ্রেস ত্যাগের হিড়িক পড়ছে নেতা-কর্মীদের মধ্যে। মঙ্গলবারই বিধায়ক বাদে বাকি সমস্ত পদ ছাড়লেন মমতা ব্যানার্জীর দলের নেতা ও রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। ভোটের আগে মন্ত্রী তথা হাওড়া শহরের তৃণমূলের প্রাক্তন সভাপতির এই পদত্যাগ প্রসঙ্গে শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি। 

ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, 'রোজই দিদির উইকেট পড়ছে।' মঙ্গলবার দুপুরে সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৈঠক শেষে মধ্যাহ্নভোজ সেরে রওনা হন বর্ধমান ১ নম্বর ব্লকের কুড়মুনের উদ্দেশ্যে। সেখানে একটি জনসভায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ।  ওই সভায় দাঁড়িয়েই লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ থেকে শুরু করে রেশন-আমফান 'দুর্নীতি', সমস্ত ইস্যুতেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে একহাত নেন দিলীপ। 

বলেন, ''দিদিমণির দলে ভাঙন ধরেছে। একের পর এক উইকেট পড়ছে। এখন কারও ফোন ধরতেও ভয় পাচ্ছেন উনি। যারা সকালে দিদিমণির সঙ্গে ব্রেকফাস্ট করছেন, ফিরে দুপুরেই দল ছাড়ছেন।'' সাধারণের ভিড়ের মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে 'নাটক' বলে কটাক্ষ করেন দিলীপ। অভিষেক ব্যানার্জী উত্তরবঙ্গ সফরকে খোঁচা দিয়ে বিজেপি সাংসদ বলেন, ''ভাইপো উত্তরবঙ্গ গিয়েছেন দেখতে সেখানে দল বলে আর কিছু অবশিষ্ট আছে কি না!''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে