শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ০৬:৪৬:৩৬

ওড়ার কিছুক্ষণ পরই ৫৯ যাত্রী নিয়ে নিঁখোজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান

ওড়ার কিছুক্ষণ পরই ৫৯ যাত্রী নিয়ে নিঁখোজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান

‌আন্তর্জাতিক ডেস্ক : ফিরে এলো MH-370 ‌বিমান দুর্ঘটনার স্মৃতি। শনিবার ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানে ক্রু–মেম্বার ছাড়াও ছিলেন ৫৯ জন যাত্রী। আপাতত বেপাত্তা হয়ে যাওয়া বিমানটির খোঁজ শুরু করেছেন কর্মকর্তারা।

সেটি কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়েছে কি না সে ব্যাপারে এখনই কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, SJY 182 নামে শ্রীউইজায়া এয়ার ফ্লাইটেরওই যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি ৫৯ জন যাত্রীকে নিয়ে এদিন জাকার্তা থেকে পন্টিয়ানাকের উদ্দেশে রওনা হয়। বিমানে যাত্রীদের মধ্যে ছ'‌জন শিশুও ছিল। কিন্তু জাকার্তার বিমানবন্দর থেকে ওড়ার পরই আচমকা সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। 

কর্মকর্তারা কোনও যান্ত্রিক ত্রুটির কথা না বললেও সূত্রের খবর, যোগাযোগ ছিন্ন হওয়ার আগে ৬০ সেকেণ্ডের মধ্যে ৩০০০ ফুট নিচে নেমে যায়। তবে সরকারিভাবে এখনও ওই বিমানসংস্থা কিছুই জানায়নি। নিজেদের বক্তব্যে তারা কেবল বলেছে, আপাতত বিমানটিকে খোঁজার চেষ্টা চলছে। সমস্ত তথ্য পাওয়ার পরই এই নিয়ে বিবৃতি দেওয়া হবে। ইন্দোনেশিয়া সরকারের অবশ্য ইতিমধ্যে বিমানটিকে খুঁজে বের করার প্রয়াস শুরু করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে