সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১১:১৯:০২

ভারতে সেরামের প্রতি ডোজ করোনার টিকা ২০০ রুপি

ভারতে সেরামের প্রতি ডোজ করোনার টিকা ২০০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনার টিকা পাওয়া যাবে ২০০ রুপিতে। দেশটির সরকারের সঙ্গে এক চুক্তির পর টিকার প্রতি ডোজের এ দাম নির্ধারণ করে সেরাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ কথা জানানো হয়। 

সেরাম ইনস্টিটিউটের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ১৬ জানুয়ারির পর সেরাম তার উৎপাদিত টিকা রপ্তানি শুরুর আশা করছে। সেরামের প্রথম এক কোটি ডোজের দাম হবে ২০০ রুপি করে। প্রথম চালানে তারা ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। প্রতি সপ্তাহে টিকা সরবরাহ করবে তারা। এর আগে চলতি মাসের শুরুতে সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। 

একই সময়ে ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের করোনার টিকাও জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। প্রথম দফায় অন্তত ৩০ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। শুরুতে স্বাস্থ্যকর্মী, সম্মুখযোদ্ধা যেমন পুলিশ এবং ৫০ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা দেওয়া হবে। ভারত সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে ৬০ কোটি ডোজ টিকা লাগবে। বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরামের কাছে এখন পাঁচ কোটি ডোজ টিকার মজুত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে