সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১১:৫৭:০১

ক্যাপিটল হিল কাণ্ডে '‌উস্কানি',‌ ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু

ক্যাপিটল হিল কাণ্ডে '‌উস্কানি',‌ ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ইমপিচ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ডেমোক্র‌্যাট পার্টি। তার আগে সোমবার হাউজে ডেমোক্র‌্যাট পার্টির তরফে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই ক্যাপিটল হিল কাণ্ড ঘটেছে। দিনের পর দিন ভোট–চুরির মিথ্য অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

৬ জানুয়ারিও ভাষণ দিতে গিয়ে একই তত্ত্ব আউড়েছেন তিনি, যার পরই ক্যাপিটল হিলে ঢুকে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। তাই ২৫ তম সংশোধনী মেনে '‌দায়িত্ব পালনে অক্ষম'‌ মার্কিন প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া এখনই শুরু করে দিক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ট্রাম্প–মন্ত্রিসভা। প্রত্যাশিতভাবেই এখনই এ বিষয়ে ভোটাভুটিতে করতে চাননি রিপাবলিকান নেতারা। মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছেন পশ্চিম ভার্জিনিয়ার রিপাবলিকান নেতা অ্যালেক্স মুনি। 

ক্যাপিটলের ঘটনার পর ট্রাম্পকে সরানোর ব্যাপারে রিপাবলিকান পার্টির নেতারাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু তার জন্য সক্রিয় ভূমিকা নিতে হবে '‌ট্রাম্প–ঘনিষ্ঠ'‌ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। ট্রাম্প মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যকে পেন্সের পাশে দাঁড়িয়ে বলতে হবে, দায়িত্ব পালনে অক্ষম মার্কিন প্রেসিডেন্ট!‌ তারপর ভোটাভুটি হবে কংগ্রেসে। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে