মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২:২১:৩১

ভারতের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে প্রথম উড়বে যে যুদ্ধবিমান

ভারতের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে প্রথম উড়বে যে যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবস বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন না। একইসঙ্গে এই প্রথম ভারতের আকাশে উড়বে রাফায়েল যুদ্ধবিমান। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে চলেছে রাফায়েল, প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম অংশ নিচ্ছে এই যুদ্ধবিমান।

জানা গেছে, একলব্য ও ব্রহ্মাস্ত্র নামের দুটি আলাদা ফর্মেশনের রাফায়েল যোগ দিচ্ছে অনুষ্ঠানে। ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, মিক্সড ফর্মেশনের রাফায়েলকে সামনে আনা হচ্ছে। থাকছে দুটি জাগুয়ার, দু’টি মিগ ২৯। ভার্টিকাল চার্লি পজিশনে যুদ্ধবিমান আনা হবে। এই ভার্টিকাল চার্লি হল এমন পজিশন, যেখানে যুদ্ধবিমান খুব নিচু দিয়ে উড়ে যায়। সব মিলিয়ে মোট ৩৮টি যুদ্ধ বিমান যোগ দেবে দিবসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে