শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:০৬:০২

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ 'দিরিলিস আরতুগ্রুল' দেখে ইসলাম গ্রহণ করেছেন আমেরিকান এক নারী। উইসকনসিনের বাসিন্দা ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছেন খাদিজা। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের  নওমুসলিম ওই নারী বলেন, আমি ওই সিরিজটি যখন চোখে পড়লো তখন এর পুরোটা (একটি পর্ব) দেখলাম। এভাবে আমার দেখা শুরু হলো। নেটফ্লিক্সে ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো। বিশেষ করে আরতুগ্রুল সিরিজে মহিউদ্দিন ইবনে আরাবীর সংলাপগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে তার কথাগুলো অনেকবার তাকে কাঁদিয়ে গেছে।  

তিনি বলেন, আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী। কিন্তু যখন এটি আমি দেখি তখন আমার চোখ খুলে গেছে।  ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়, এভাবে আমি আরও বেশি দেখতে থাকি। এভাবেই তিনি নতুন নতুন পর্ব দেখতে আগ্রহী হন, আর এভাবেই ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক (খৃষ্টান)। একপর্যায়ে তিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন।

ইসলাম সম্পর্কে তার মাথায় যত প্রশ্নগুলো ছিল সেগুলোর জবাব যখন তিনি পেয়ে যেতে শুরু করেন তখন তিনি ইসলামের দিকে আসতে শুরু করতেন। পরে তিনি মসজিদ খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি মসজিদে যান। তাকে দেখে মুসলিমরা বিস্মিত হন। তিনি মনে করেন ওই দিনই তার ইসলাম গ্রহণ করা উচিত। ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তার বন্ধুরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানান খাদিজা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে