রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:৫৫:৫৯

ইসরাইলের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান

ইসরাইলের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি এক চিঠিতে এ হুশিয়ারি দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে শনিবার এ চিঠি দেওয়া হয়। একই চিঠি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে। খবর ইরান ফ্রন্ট পেজের।

ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে বলেছেন, সম্প্রতি দখলদার ইসরাইলের হুমকির মাত্রা অনেক বেড়ে গেছে শুধু তাই নয়, তারা ইরানে হামলা চালানোরও পরিকল্পনা করছে। ইসরাইলের সেনাপ্রধান সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর যে হুমকি দিয়েছেন, তা উল্লেখ করে মাজিদ তাখতে রাভানচি ওই চিঠিতে বলেন–এ ধরনের হুমকি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ সুস্পষ্ট লঙ্ঘন। রাভানচি আরও বলেন, ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তা হলে আমরা তার জবাব দেওয়ার স্বাভাবিক অধিকার রাখি এবং ইসরাইলের ভুল পদক্ষেপের চূড়ান্ত জবাব দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে