রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৪৭:৫৭

বিমান বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

বিমান বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : বছর একের পর এক সামরিক মহড়া চলিয়ে নিজেদের শক্তির সক্ষমতা জানান দিয়ে আসছে ইরান। এবার নিজস্ব প্রযুক্তিতে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণস্ত্রের কারখানা উদ্বোধন করলো দেশটি। শনিবার (০৬ ফেব্রুয়ারি) ইরানি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি এবং সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি এর উদ্বোধন করেন।

সম্প্রতি ইরানে ইসরাইলি হামলার আশঙ্কার বিষয়টি টেনে এতে ইরানি সেনাপ্রধান বলেন, শত্রুদের যেকোন হুমকির বিষয়ে চিন্তিত নয় তেহরান। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ সতর্ক করে বলেছেন, পরমাণু চুক্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে বিলম্ব হলে তা হবে বিপজ্জনক। দেশটির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, 'আমরা আশা করি, বর্তমান বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতো হবে না। খুব দ্রুতই তারা পরমাণু চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে তারা যদি বিলম্ব করে তা হবে সবাই জন্যই খারাপ।' তবে পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে ধীরগতিতে হলেও পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন জানান, এরইমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মন্ত্রীদের সাথে আলোচনা করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে