মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:৪২:২৭

যে কারণে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চটেছেন সরকারি কর্মীরা!

যে কারণে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চটেছেন সরকারি কর্মীরা!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদের এক বক্তব্যের পর দেশটির সরকারি চাকরিজীবীরা বেজায় চটেছেন তার ওপর। গত ১০ ফেব্রুয়ারি তাদের এক কর্মসূচিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল পুলিশ। বেতনভাতা বৃদ্ধির দাবিতে সরকারি চাকরিজীবীরা ওই কর্মসূচি পালন করছিলেন। 

এ ঘটনাকে ব্যাখ্যা করে শেখ রাশিদ বলেন, সরকারি চাকরিজীবীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে। এমন মন্তব্য করে নিন্দার মধ্যে পড়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনার বিষয়ে বলেন, পুলিশ অল্প কিছু কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল। এটি প্রয়োজনীয় ছিল। কারণ এগুলো মজুদের পর থেকে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

শেখ রাশিদ আরও বলেন, অল্প কিছু পরীক্ষার জন্য নিক্ষেপ করা হয়েছিল, খুব বেশি নয়। এ মুহূর্তে আন্দোলনকারীদের দাবি পূরণ করতে হলে কয়েকশ কোটি রুপির প্রয়োজন হবে, যা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া সম্ভব নয়। তবে পরে এই দাবি মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন স্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ নিয়ে সমালোচনা চলছে। সূত্র : ডন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে