বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:৪৯:২৩

'কান ধরে হিন্দুধর্ম শেখাব', অমিত শাহের পাল্টা সভায় মমতা ব্যানার্জী

'কান ধরে হিন্দুধর্ম শেখাব', অমিত শাহের পাল্টা সভায় মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টা আগে পাশ্চিমবঙ্গের নামখানায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পৈলানের সভা থেকে তার আক্রমণের পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। 

বিজেপি নেতাকে আক্রমণ শানালেন গঙ্গাসাগরের উন্নয়ন, সরস্বতী পুজো ও ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে। ভাষার শালীনতা হারিয়ে মমতা বললেন, 'কান ধরে হিন্দুধর্ম শেখাব।'' নামখানায় দাঁড়িয়ে অমিত শাহ অভিযোগ করেছেন, ''বাংলায় সরস্বতী পুজো হত না। দুর্গাপুজো হয় না। গেরুয়া শিবিরের চাপে কয়েকবছর পর এ রাজ্যে সরস্বতী পুজো চালু হয়েছে।'' তার সেই অভিযোগ উড়িয়ে এদিন মমতার জবাব, সব মিথ্যে কথা। কে বলেছে এখানে সরস্বতী পুজো হয় না? দুর্গাপুজো না হলে ক্লাবগুলি কীভাবে টাকা পাচ্ছে?

তৃণমূল নেত্রীর অভিযোগ, ''ওরা তো সরস্বতী পুজোর মন্ত্রই জানে না। বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি, শিষ্টাচার, ভদ্রতা সম্পর্কে কিচ্ছু জানে না।'' এর পরই মমতার কটাক্ষ, ''আমরা যে কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দেব। বাড়ি গিয়ে মা-বোনেদের ভুল বোঝালে সোজা কান মুলে দিন। এতে তো আর মামলা হয় না।'' মঞ্চ থেকে সরস্বতী পুজোর মন্ত্রচ্চারণ করেন মমতা।

সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তৃণমূলের অভিযোগ, ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করতে চাইছে বিজেপি। এ দিনও সেই অভিযোগে সরব হলেন মমতা। সঙ্গে জানিয়ে দিলেন, ধর্মের ভিত্তিতে এ রাজ্যের ভোট ভাগ করতে দেবে না তৃণমূল কংগ্রেস। বাংলার মেয়েদের ভোট টানতে চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। এদিন পালটা সেই অংশের ভোট ধরে রাখতে মমতা বলেন, ''বাংলার মেয়েরা-মায়েরা আমার শক্তি। আমি তাদের পুজো করি। তাদের দেখে আমি রাজনীতিতে এসেছি।'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে