বুধবার, ১৭ মার্চ, ২০২১, ০৭:০৮:৩৫

যারা ধর্ম নিয়ে খেলে, বাংলায় তাদের খেলা শেষ হবে : বিজেপিকে দেবের হুঁশিয়ারি

যারা ধর্ম নিয়ে খেলে, বাংলায় তাদের খেলা শেষ হবে : বিজেপিকে দেবের হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক : জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবারই একুশের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন দেব। দোষারোপ কিংবা কাদা ছোঁড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাসী নন বটে! তবে এবার ভোটপ্রচারের ময়দানে নেমে কিন্তু বিজেপিকে বিঁধতে ছাড়লেন না তৃণমূলের তারকা সাংসদ। 

বুধবার নিজস্ব সংসদীয় এলাকা ঘাঁটালে ঘাসফুল শিবিরের হয়ে প্রচারের মাঝেই প্রতিপক্ষ গেরুয়া-বাহিনীর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দাগলেন দীপক অধিকারী ওরফে দেব। সাফ জানিয়ে দিলেন, ''যারা ধর্ম নিয়ে খেলে, বাংলায় তাদের খেলা শেষ হবে। বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই।''

প্রসঙ্গত, গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতি নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন তারকা-সাংসদ দেব। তবে বিরোধী পক্ষের প্রতি কোনওদিনই কড়া ভাষার প্রয়োগ করেননি। কিন্তু এবার রীতিমতো তোপ দাগলেন। তৃণমূলের 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করেই দেবের সাফ মন্তব্য, 'বাংলায় এবার শান্তির খেলা হবে।'' শুধু তাই নয়, বিজেপির 'সোনার বাংলা গড়া'র প্রতিশ্রুতিকেও কটাক্ষ করেন তিনি।

প্রশ্ন ছোঁড়েন, ''যারা কিনা ২০১৪ সালে সোনার চিড়িয়া বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাই আজকে আবার সোনার বাংলা গড়ার কথা বলছেন? কোথায় গেল সেসব প্রতিশ্রুতি?'' পাশাপাশি দেশের কর্মসংস্থান, দুর্বল অর্থনৈতিক কাঠামো নিয়েও মোদি সরকারকে বিঁধলেন মমতার একনিষ্ঠ সৈনিক দেব। 

ভোটপ্রচারের মাঝেই জনগণকে আবারও মনে করিয়ে দিলেন যে, ''বিগত ৭ বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি গত ৭০ বছরের থেকেও খারাপ। বিজেপি বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সমীক্ষা বলছে, গত ৫০ বছরের তুলনায় বর্তমানে দেশে বেকারত্বের হার সবথেকে বেশি। আর নির্বাচনের আগে বাংলায় এসে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে।''

বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার তুরকা গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে প্রচারে গিয়েছিলেন দেব। সেখানেই বিরোধীপক্ষ গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি সাফ জানিয়ে দিলেন, ''যে দল মানুষের হয়ে কাজ করবেন, জনগণ তাকেই ভোট দেবে। মানুষকে আর বোকা বানানো যাবে না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে