বুধবার, ১৭ মার্চ, ২০২১, ০৭:২৪:৫৭

তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে চায় সৌদি আরব

তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক রাজনীতিতে তুরস্ককে নিজেদের চরম প্রতিপক্ষ ভাবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশালী দেশ সৌদি আরব এবার সেই প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার (১৬ মার্চ) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিজেই এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে সৌদি আরব ও গ্রিসের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, একদিকে তারা গ্রিসের সঙ্গে মহড়া চালাচ্ছে আবার অন্যদিকে তুরস্কের কাছ থেকে আনম্যানড অ্যারিয়েল ভেহিক্যাল (ইউএভি) কেনার আগ্রহের কথা জানাচ্ছে। সিরিয়া ও লিবিয়ায় এই ড্রোনের কার্যকারিতা এবং বিশেষ করে নাগোর্নো-কারাবাখ যুদ্ধে এর অনন্য ভূমিকার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দেশ তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে। 

কারাবাখের ওই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের জয় পায় আজারবাইজান। আর এই জয়ে অন্যতম ভূমিকা রাখে তুরস্ক নির্মিত ড্রোন। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব এবং তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। মার্কিন তদন্ত প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে।

এদিকে দুই দেশের সম্পর্কের অবনতির এক পর্যায়ে সৌদি আরবে তুর্কি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। ২০২০ সালের অক্টোবরে সৌদি চেম্বার অব কমার্সের প্রধান বলেন, আমদানি, বিনিয়োগ ও পর্যটনসহ তুরস্কের সবকিছু বর্জন করা প্রত্যেক সৌদি নাগরিকের দায়িত্ব। এর মধ্যেই তুর্কি সামরিক ড্রোন কেনার ব্যাপারে সৌদি আরবের আগ্রহের কথা জানালো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে