শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ০৪:৪৮:৫৫

আমার বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে: বলসোনারো

আমার বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে: বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত মাসেও ব্রাজিলে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে সংক্রমণ এমনভাবে বাড়ছে যে হাসপাতালগুলোতে রোগীদের ঢল নেমেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু আর আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের মধ্যে প্রেসিডেন্ট জইর বলসোনারো বলছেন, সেখানে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে।

উপকূলীয় শহর রিও ডি জেনেরিওতে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ ৯৫ শতাংশ পূর্ণ হয়ে গেছে। অন্যান্য ১৫টি রাজ্যের রাজধানীর অবস্থাও অনেক তথৈবচ। তাদের আইসিইউয়ের ৯০ শতাংশই রোগীদের দখলে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশে সংক্রমণ কমতে থাকলেও ব্রাজিলে তার বিপরীত। 

কেবল বুধবারেই দেশটিতে ৯০ হাজার ৩০৩ জনের করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। মনে করা হচ্ছে, লোকজন কেবল কোভিড-১৯ রোগেই মারা যাচ্ছেন। হাসপাতালের ৯০ শতাংশ রোগীতে ভরে গেছে। কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে, তাদের মধ্যে কত শতাংশ করোনা রোগী আর কত শতাংশ অন্য রোগে আক্রান্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে