মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১১:১৫:২২

এই প্রথম একজন মুসলমানকে দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিচ্ছেন বাইডেন

এই প্রথম একজন মুসলমানকে দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন মুসলমানকে দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের তাকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এই মুসলিম বিচারকের নাম জাহিদ কোরেশি। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। যদি সিনেটে তার মনোনয় নিশ্চিত হয়, তাহলে তিনি দেশটিতে এই পদে দায়িত্ব পালনকারী প্রথম মুসলিম হবেন। শুধু তাই নয় তিনি নিউজার্সি থেকে প্রথমবারের মতো কোনো এশীয় মার্কিন বিচারপতি পদে নিয়োগ পাবেন। 
সূত্র: আনাদুলু অ্যাজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে