শুক্রবার, ০৯ এপ্রিল, ২০২১, ০৮:১৯:২২

সহানুভূতি পেতে নাটক সাজিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

সহানুভূতি পেতে নাটক সাজিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

নিউজ ডেস্ক: কথিত দ্বিতীয় স্ত্রীর ওপর হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের করা সন্ত্রাসী হামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সহানুভূতি পেতে মামুনুল নাটক সাজিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রিসোর্ট কাণ্ডের পর সামাজিক মাধ্যমে সরব বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হক। সব ভিডিও বার্তায় পরিপাটি হয়েই তাকে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার (৮ এপ্রিল) গভীর রাতে ঘুমের পোশাক পড়েই তাকে আবার ফেসবুক লাইভে আসতে দেখা যায়। যে লাইভে তিনি অভিযোগ করেন-কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করে প্রশাসনের কাছে হস্তক্ষেপ চান মামুনুল।

তার অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে যায় সময় সংবাদ। কথা বলে স্থানীয়দের সঙ্গে। তারা জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা সময় সংবাদকে বলেন, এমন কোনো ঘটনা আমরা শুনিনি।  ফেসবুক লাইভের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তারাও জানায়, মামুনুলের অভিযোগ ভিত্তিহীন। মেলেনি হামলার কোনো আলামত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে