মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১২:৩৭:৫০

করোনা থেকে বাঁচতে ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞের দুই পরামর্শ

করোনা থেকে বাঁচতে ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞের দুই পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত বিশ্ব। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনই সতর্ক না হলে সামনে থেকে বড় বিপদ বলেছেন বিশেষজ্ঞরা। এই সময় বাড়িতে থেকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ নীলেশ জোগাল। 

এই আয়ুর্বেদ বিশেষজ্ঞ করোনা থেকে বাঁচতে দুটি ট্রিটমেন্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার দাবি, তার কাছে প্রায় ৪ হাজার জন কোভিড রোগী এসেছিলেন। যারা প্রত্যেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

তিনি বলেন, এ জন্য নাক দিয়ে পানি টানতে হবে অথবা স্টিম গ্রহণ করতে হবে। করোনা আক্রান্ত হয়ে যাওয়ার পরও এই ট্রিটমেন্ট বহাল রাখার পরামর্শ দিচ্ছেন নীলেশ জোগাল।

নাক দিয়ে পানি টেনে মুখ দিয়ে ফেলতে হবে। প্রত্যেক দিন নিয়ম করে দু’বার করে দিনে ১০ বার করার পরামর্শ দিচ্ছেন তিনি।

সূত্র: জি নিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে