শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৪০:১১

মসজিদের নিচে কৃষ্ণের মূর্তি! আদালতে পিটিশন দায়ের

মসজিদের নিচে কৃষ্ণের মূর্তি! আদালতে পিটিশন দায়ের

আন্তর্জাতিক ডেস্ক: আগ্রা জামে মসজিদ বা জাহানারা মসজিদ কোনো মন্দির ভেঙে গড়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভারতে উত্তরপ্রদেশের মথুরার একটি আদালতে পিটিশন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত মসজিদটির নিচে কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে এই পিটিশন দায়ের করা হয়েছে। 

আইনজীবী শৈলেন্দর সিং হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীশ যাদব নামে এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে এ পিটিশন দায়ের করেছেন।
পিটিশনে বলা হয়েছে, মোগল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখে।

পিটিশনে আরও বলা হয়েছে, জাহানারা মসজিদের নিচে দেব-দেবী মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। এসময় জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর বিষয়ে বারানসির আদালতের রেফারেন্স দিয়ে জাহানারা মসজিদের ক্ষেত্রেও এমনটা করতে বলা হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে