এমটিনিউজ২৪ ডেস্ক : এবার আরও একটি চমক দেখাল ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের জন্য ‘বছর-সারসংক্ষেপের’ নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় ও কথোপকথনের ঝলক দেখাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দেয় ওপেনএআই। এতে বলা হয়, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা। যেখানে ফিরে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।
কীভাবে কাজ করবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’
ওপেনএআই জানিয়েছে, এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি অপশন চালু থাকতে হবে। যারা লগইন করা অবস্থায় এসব সেটিংস অন রেখেছেন, তাদের জন্য ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। তবে আপাতত এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে অন্য দেশগুলোতে ফিচারটি চালু হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই।
এই ইয়ার-ইন-রিভিউতে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ এবং সারা বছরে একসঙ্গে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর হাইলাইট তুলে ধরবে। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এটি অনেকটাই স্পটিফাই র্যাপডের মতো, তবে এখানে গান শোনার হিসাব নয় বরং দেখা যাবে আপনি কতটা সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।
কীভাবে দেখবেন নিজের রিভিউ
ওপেনএআই জানিয়েছে, যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেসব ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময় অ্যাপে ঢুকে দেখতে পারেন ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি এসেছে কি না।
এ ছাড়া নতুন একটি চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ সিলেক্ট করেও এটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন “Show me my year with ChatGPT”। সূত্র : টেক টাইমস