 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
জানা গেছে, আফগানিস্তানে জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।
আফগান পুলিশ সূত্র জানিয়েছে, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা। এ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।