মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ০৬:০১:২৭

বিদ্রোহীদের সঙ্গে সম্মুখসারির লড়াইয়ে আহত হওয়ার পর মারা গেছেন চাদের প্রেসিডেন্ট

 বিদ্রোহীদের সঙ্গে সম্মুখসারির লড়াইয়ে আহত হওয়ার পর মারা গেছেন চাদের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখসারির লড়াইয়ে আহত হওয়ার পর আফ্রিকান দেশ চাদের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদরিস দেবি মারা গেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা এমন তথ্য দিয়েছেন।-খবর আলজাজিরার

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি।
এর আগে আফ্রিকান দেশটির আগাম নির্বাচনের ফলে দেখা গেছে, প্রেসিডেন্ট ইদরিস দেবি তার তিন দশকের ক্ষমতার মেয়াদ বাড়ানোর পথে রয়েছে। অর্থাৎ নির্বাচনে তিনি ফের জয়ী হতে যাচ্ছেন।

অনুর্বর সাহিল অঞ্চলে ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গোড়া মিত্র ইদরিস ১৯৯০ সালে ক্ষমতা দখল করেন।

দেশের জাতীয় তেলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে ক্রমাগত অসন্তোষের মুখেও গত ১১ এপ্রিলের নির্বাচনে ইদরিস দেবিকে এগিয়ে থাকতে দেখা গেছে। আফ্রিকায় সবচেয়ে বেশি দায়িত্ব পালন করা নেতাদের একজন ছিলেন তিনি। ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ দেখা দিলেও তিনি তা সফলভাবেই দমন করেছেন। এতে ফ্রান্সও তাকে সহায়তা করেছে।

২০১৯ সালে লিবিয়া থেকে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় ফরাসি বিমান হামলার সহায়তা নিয়েছিল চাদ সেনাবাহিনী। লিবিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তে এফএসিটি বিদ্রোহীদের ঘাঁটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে