বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৯:২৮:২৮

করোনা আক্রান্তদের জোর করে রাস্তায় বের করে দিল হাসপাতাল!

করোনা আক্রান্তদের জোর করে রাস্তায় বের করে দিল হাসপাতাল!

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মানুষ! একবিংশ শতকের পৃথিবীর পক্ষে এটা লজ্জার। এমন লজ্জাজনক এবং মর্মান্তিক এই দৃশ্য দেখা গেছে ভারতের কর্নাটকের বিদরে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, করোনাভাইরাসের চিকিৎসার জন্য আর কোনো বেড নেই হাসপাতালে। তাই বিদর ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স হাসপাতালে একরকম জোর করেই হাসপাতাল চত্বর থেকে রাস্তায় বের করে দিয়েছে রোগীদের। ফলে হাসপাতালের বাইরে ফুটপাতের ওপরেই শুয়ে রয়েছেন অসহায় অসুস্থ মানুষগুলো।

যদিও সোমবারই (১৯ এপ্রিল) কোভিড আক্রান্ত মানুষগুলোর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, বেড না পেলেও তাদের রোগীদের যেন মেঝেয় রেখে চিকিৎসা করে হাসপাতাল কর্তৃপক্ষ।  কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে হাসপাতাল চত্বর থেকে রাস্তায় বের করে দিয়েছে রোগীদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে