রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২:০৩:৪৯

জার্মানি থেকে অক্সিজেন প্ল্যান্ট উড়িয়ে আনছে ভারত

জার্মানি থেকে অক্সিজেন প্ল্যান্ট উড়িয়ে আনছে ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতে অক্সিজেনের অভাবে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অনেক রোগীর। আর এই অক্সিজেন সংকট মেটাতে জরুরিভাবে জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনতে যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক সপ্তাহের মধ্যেই ভারতে ২৩টি প্ল্যান্ট এসে পৌঁছবে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। ভারতেরর বিভিন্ন রাজ্যের সেনা হাসপাতালগুলিতে রাখা হবে জার্মানি থেকে আনা ওই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকাকারী প্ল্যান্ট।

প্রতিটি প্ল্যান্ট প্রতি মিনিটে ৪০ লিটার অক্সিজেন উৎপাদন করে। প্রতি ঘণ্টায় একেকটি প্ল্যান্ট ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন দেবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র এ ভারত ভূষণ বাবু জানান, কোভিড-১৯ চিকিৎসায় সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিস (এএফএমএস) হাসপাতালে এই প্ল্যান্টগুলো স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট জার্মানি থেকে উড়িয়ে আনা হচ্ছে। এএইচএমএস হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসায় এগুলো কাজে দেবে। এ প্ল্যান্টগুলো এক সপ্তাহের মধ্যে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।

প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ হওয়ার পর জার্মানি থেকে দ্রুত প্ল্যান্টগুলো নিয়ে আসার জন্যে ভারতীয় বিমানবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরবর্তীতে বিদেশ থেকে আরও অক্সিজেন প্ল্যান্ট সংগ্রহ করা যেতে পারে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ২৬৩ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২০ জন।

একইসময়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ৩২ হাজার ৭৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে