শনিবার, ০১ মে, ২০২১, ০৭:৪৫:০৭

জয়ের বার্তা মমতার

জয়ের বার্তা মমতার

আন্তর্জাতিক ডেস্ক: ভোট শেষে চলছে গণনা। আর এরই মাঝে দুই-তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরবেই তৃণমূল, শুক্রবার দলীয় প্রার্থীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করে এই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমাদের প্রচুর আসন আসবে, তা নিশ্চিত। আমাদের জয় নিশ্চিত। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আমরা ফিরব।' আজ মমতা তার দলের সকল প্রার্থীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন এবং ২ মে অর্থাৎ ভোট গণনার দিন কাকে কী কী করতে হবে তা বুঝিয়ে দেন।

নিজের দলের প্রার্থীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেন সংবাদমাধ্যমে কে কী বলছেন তা নিয়ে কেউ যেন বিচলিত না হয়ে পড়েন।
বৈঠকে তিনি আরো বলেন, সংবাদমাধ্যমের একাংশের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। তাই গণনার শুরু থেকেই হয়তো দেখা যাবে, বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু তাতে চিন্তার কিছু নেই। দিনের শেষে তৃণমূলই জিতছে, তৃণমূলই জিতবে।

তাই তিনি বলেন, গণনার শুরু থেকে শেষ পর্যন্ত সেই কেন্দ্রেই থাকতে হবে, পড়ে থাকতে হবে টেবিল আঁকড়ে। “কোনো অবস্থাতেই গণনার স্থল অথবা কেন্দ্র ছেড়ে চলে আসা যাবে না। শেষ পর্যন্ত থাকতেই হবে,” বলেন মমতা।

তিনি আরো বলেন, গণনাকেন্দ্রে কোনো সমস্যা হলে দলকে জানাতে হবে এবং সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। "কিছু আসনে বিজেপি গণ্ডগোল বাধানোর চেষ্টা করবে। সতর্ক থাকবেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বিশেষ করে উত্তরবঙ্গে আমরা প্রথম দিকে হয়তো পিছিয়ে থাকব, কিন্তু কেউ মন খারাপ করে উঠে যাবেন নাঅ।" বলেন মমতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে