রবিবার, ০২ মে, ২০২১, ১০:৪৭:২৯

ভোটের ফলাফল আসা শুরু, এগিয়ে মমতার তৃণমূল

ভোটের ফলাফল আসা শুরু, এগিয়ে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক:  বঙ্গ বিধানসভা নির্বাচনে আট দফা ভোট শেষে এবার ফলপ্রকাশের পালা। ২৯২ টি আসনে শুরু ভোটগণনা। বাকি ২টি আসনের প্রার্থীর মৃত্য়ুতে সেখানে ভোট হয়নি। কোভিডবিধি মেনে, প্রত্যেক গণনাকর্মী, রাজনৈতিক দলের এজেন্টদের স্বাস্থ্যপরীক্ষা কর তবেই কেন্দ্রে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় জেলার প্রশাসনিক ভবনগুলিতে শুরু হয়েছে ভোটের গণনা।  মোতায়েন ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোন কেন্দ্রে কোন প্রার্থীর কেমন রেজাল্ট, প্রতি মুহূর্তের আপডেট: 

সকাল ৯.৫০: শীতলকুচিতে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। এই কেন্দ্রেই ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্য়ু হয়েছে। ২৯ এপ্রিল এই কেন্দ্রে ফের ভোট হয়। 

সকাল ৯.৪৬: দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে আরও বেশি ব্যবধানে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায় পিছিয়ে প্রায় ৫০০০ ভোটে। 

সকাল ৯.৪২: ভাঙড়ে এগিয়ে তৃণমূলের রেজাউল করিম। শালবনিতে পিছিয়ে সুশান্ত ঘোষ।

সকাল ৯.৪০: প্রথম রাউন্ড গণনা শেষে বিধাননগরে এগিয়ে তৃণমূলের সুজিত বসু, রাজারহাট-নিউটাউনে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়।

সকাল ৯.৩৮: যাদবপুরে পিছিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী সুজন চক্রবর্তী। এগিয়ে তৃণমূলের দেবব্রত মজুমদার। শিলিগুড়িতে পিছিয়ে সিপিএমের অশোক ভট্টাচার্য। বিজেপি প্রার্থী প্রায় ৮০০০ ভোটে এগিয়ে আছে।

সকাল ৯.৩৫:ভবানীপুর কেন্দ্রের ২২০০ ভোটে এগিয়ে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা বন্দরে ৬২০০ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম।

সকাল ৯.৩১: মেদিনীপুরে এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া। চণ্ডীতলায় পিছিয়ে সংযুক্ত মোর্চার মহঃ সেলিম, বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত।  

সকাল ৯.২৬: হাইভোল্টেজ নন্দীগ্রামে পোস্টাল ব্যালট গণনা শেষে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৪৯৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।  

সকাল ৯.১৪: আসানসোল দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী সায়নী ঘোষ। পিছিয়ে বিজেপির অগ্নিমিত্রা পল। 

সকাল ৯: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি। ইটাহার, করণদিঘি, হেমতাবাদ,
গোয়ালপোখর এবং চোপড়ায় এগিয়ে তৃণমূল। জলপাইগুড়িতে ২ টি আসনে এগিয়ে বিজেপি, একটিতে তৃণমূল। 

সকাল ৮.৫৩: সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী লাভলি মৈত্র। টালিগঞ্জে এগিয়ে বাবুল সুপ্রিয়। কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম। শিবপুর কেন্দ্রে এগিয়ে মনোজ তিওয়ারি। 

সকাল ৮.৪৬: বিধাননগরে এগিয়ে সব্যসাচী দত্ত, বোলপুরে এগিয়ে  তৃণমূলের চন্দ্রনাথ সিনহা।

সকাল ৮.৪০: পোস্টাল ব্যালট গণনায় নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী।  পুরুলিয়া, রঘুনাথপুরে এগিয়ে বিজেপি প্রার্থীরা। বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়। বাঘমুন্ডি আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী নেপাল মাহাতো। 

সকাল ৮.৩৬: দমদমে পিছিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ব্রাত্য বসু। দমদম উত্তরে এগিয়ে বিজেপি। মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে। 

সকাল ৮.৩২: জামুড়িয়ায় এগিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী ঐশী ঘোষ। বারাকপুর, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপি। 

সকাল ৮.২৮:পোস্টাল ব্যালট গণনায় হাসন, সুজাপুরে এগিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীরা।

সকাল ৮.২০: দাঁতন, মুরারই, মঙ্গলকোট, খড়গপুর সদর, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল। রানিগঞ্জ, কেশিয়াড়ি, চন্দ্রকোণা, আলিপুরদুয়ার, দিনহাটা, মাদারিহাটে  এগিয়ে বিজেপি। 

সকাল ৮.১২: পোস্টাল ব্যালট গণনার শুরুতে ৬ আসনে এগিয়ে বিজেপি, ৩ আসনে এগিয়ে তৃণমূল। কেতুগ্রাম, আসানসোল উত্তর, সবং, নলহাটিতে এগিয়ে তৃণমূল, মেমারি, সিউড়ি, দুবরাজপুরে বিজেপি এগিয়ে।  

সকাল ৮.০৪: গণনার শুরুতেই পানিহাটিতে অসুস্থ কংগ্রেসের এজেন্ট। গরমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভরতি করাতে হল। এই গণনাকেন্দ্রে কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ। গণনা ঘিরে শুরুতেই গন্ডগোল। 

সকাল ৮: ভোটগণননা শুরু রাজ্যের ২৯২টি বিধানসভা কেন্দ্রে। ২ টি কেন্দ্রে ভোট হয়নি। প্রথম আধঘণ্টা পোস্টাল ব্যালটের গণনা। তারপর হবে ইভিএমের ভোটগণনা।

সকাল ৭.৫২: কলকাতার ৫ টি কেন্দ্রের ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কড়া নিরাপত্তার বেড়াজালে সেখানে প্রবেশ করতে হচ্ছে সাংবাদিকদের। 

সকাল ৭.৪০: তৃণমূলের প্রতিনিধি ছাড়াই খোলা হবে স্ট্রংরুমের তালা। বিস্ফোরক অভিযোগ ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

সকাল ৭.৩৬: সকাল থেকে গণনাকেন্দ্রের বাইরে দেখা গেল প্রার্থীদেরও। ভবানীপুর কেন্দ্রের গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের বাইরে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায়। বললেন, ‘লড়াইয়ে হার-জিত আছেই।’

সকাল ৭.৩০: বালিগঞ্জে ভোটগণনা শুরুর আগে অশান্তি। গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ বিজেপির। 

সকাল ৭.২৩: মাল কলেজে শুরু হতে চলেছে ভোটগণনা। কোভিডবিধি মেনে চলছে ভোটকর্মীদের স্বাস্থ্যপরীক্ষা।

সকাল ৭.২০: শিলিগুড়ি কলেজে হবে উত্তরবঙ্গের দার্জিলিং কেন্দ্রের ভোটগণনা। নিরাপত্তায় মোতায়েন আধাসেনা বাহিনীর জওয়ানরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

 সকাল ৭.১৫: বীরভূমের বোলপুর, লাভপুর এবং নানুর বিধানসভার গণনা হতে চলেছে বোলপুর কলেজে।

সকাল ৭.১২: জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি অর্থাৎ জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজপগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ভোটগণনা হবে জলপাইগুড়ি র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। কঠোর নিরাপত্তা সেই সঙ্গে কোভিড বিধি মেনে গণনার জন্য চূড়ান্ত প্রস্তুতি শেষ প্রশাসনের। 

৭.০৫: রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের গণনা হবে হলদিয়া সরকারি কলেজে। সকলের নজর সেদিকেই। ইতিমধ্যে গণনার চূড়ান্ত প্রস্তুতি সেখানে। পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভার ভোট গননার জন্য মোট ৬ সেন্টার করা হয়েছে- হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল, কোলাঘাট কেটিপিপি হাইস্কুল ও কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ, কাঁথি প্রভাত কুমার কলেজ, এগরা ঝাটুলাল হাইস্কুল, বাজকুল মিলনী মহাবিদ্যালয়।

সকাল ৭: রাজ্যের ১০৮ টি কেন্দ্রে চলছে ভোটগণনার চূড়ান্ত প্রস্তুতি। কোভিডবিধি মেনে স্বাস্থ্যপরীক্ষা করে কেন্দ্রে প্রবেশের ছাড়পত্র মিলছে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। রয়েছে আধাসেনাও।

সকাল ৬.৩৭: ভোটগণনার আগে রাজ্য়ের বিভিন্ন জায়গায় অশান্তি। বেলেঘাটায় বিজেপি বুথ এজেন্টকে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় উদ্ধার তাজা বোমা।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে