রবিবার, ০২ মে, ২০২১, ১১:১০:৪৯

বাবা করোনায় আক্রান্ত জেনে নিজের আইসিইউ বেড ছেড়ে দিলেন ছেলে

বাবা করোনায় আক্রান্ত জেনে নিজের আইসিইউ বেড ছেড়ে দিলেন ছেলে

ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এরই মধ্যে বাবাও আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। আর এমন পরিস্থিতিতে অসুস্থ সেই ছেলে জীবনের ঝুঁকি নিয়ে বাবাকে ছেড়ে দিলেন নিজের হাসপাতালের বেড. ভারতের নয়ডায় ঘটেছে এমন ঘটনা।

গত ৯ এপ্রিল থেকেই অসুস্থ ছিলেন মায়াঙ্ক প্রতাপ সিং। এরপর তিনি করোনা পরীক্ষা করলে তার রিপোর্টে দেখা যায় তিনি পজিটিভ। ক্রমে তার শরীর আরও খারাপ হয়ে গেলে গত ১৭ এপ্রিল তাকে ভর্তি করা হয় নয়ডা কোভিড-১৯ হাসপাতালে। প্রথমে তাকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হলেও দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে।

এরপর মায়াঙ্ক খবর পান তার বাবা উদয় প্রতাপ সিঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। বাবা করোনায় আক্রান্ত এমন খবর পেয়ে বিচলিত হয়ে পড়েন মায়াঙ্ক। 
তিনি বলেন, হাসপাতালে ১০ দিন থাকার পর যখন আমার অক্সিজেন লেভেল একটু স্বাভাবিক, তখন আমাকে জানানো হয় আমার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে। জানতে পারি, বাবার অবস্থা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। অনেক খুঁজেই কোনও হাসপাতালে জায়গা মেলেনি। এরপরই এক সিনিয়র চিকিৎসকের সঙ্গে গিয়ে কথা বলি আমি। আমার শরীর খুব দুর্বল। তবে স্থিতিশীল। তাই আমার অনুরোধ মেনে নেন চিকিৎসকরা। 

জানা গেছে, এই মুহূর্তে মায়াঙ্ক নিজের বাড়িতে রয়েছেন আইসোলেশনে। আর গত ২৭ এপ্রিল তার বেডেই জায়গা পেয়েছে তার বাবা। এখনও আইসিইউতে রয়েছেন তিনি।

মায়াঙ্ক আরও জানান, ভারতে যেভাবে একটি বেডের জন্য মানুষকে হাহাকার করতে দেখা গেছে তা সত্যিই ভয়াবহ। আর সেই কারণেই কোনও ঝুঁকি নেননি তিনি। নিজের শরীরের কথা না ভেবেই বেডটি ছেড়ে দেন বাবাকে। সূত্র: সংবাদ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে