সোমবার, ০৩ মে, ২০২১, ০৯:১৮:০৩

নির্বাচনে জেতা মানে অহংকার নয়, দায়িত্ব বেড়ে যাওয়া: মমতা

নির্বাচনে জেতা মানে অহংকার নয়, দায়িত্ব বেড়ে যাওয়া: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।’

সোমবার রাতে বিধায়কদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, ‘আপনারা যোগ্য জবাব দিয়েছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।'

বৈঠক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এবারও স্পিকারের চেয়ারে বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পরিষদীয় দলের নেতা হিসাবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কে কোন দফতর পাবেন সেটা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে