মঙ্গলবার, ১১ মে, ২০২১, ০৮:০৮:৩৫

ইসরায়েলকে অবিলম্বে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও উসকানি বন্ধ করতে হবে: চীনের হুশিয়ারি

ইসরায়েলকে অবিলম্বে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও উসকানি বন্ধ করতে হবে: চীনের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:  বায়তুল মুকাদ্দাসে উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধিতে বেইজিং উদ্বিগ্ন। চীন অবিলম্বে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, বিতাড়ন ও ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বরেছে ইহুদিবাদী ইসরায়েলকে। খবর পার্সটুডের।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন এমনটাই জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসে শেইখ জারাহ'র মতো এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে।

চীনের প্রতিনিধি আরও বলেন, মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও উসকানি বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে অবস্থিত পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে