বুধবার, ১৯ মে, ২০২১, ০২:৫০:১৩

ফিলিস্তিনে হামলা করে ৩ ফ্রন্টে সঙ্কটের মুখে ইসরাইল

ফিলিস্তিনে হামলা করে  ৩ ফ্রন্টে সঙ্কটের মুখে ইসরাইল

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে ফিলিস্তিনিদের প্রতিবাদ। ফিলিস্তিনিরা ইসরাইলবিরোধী বিক্ষোভের সময় স্লিঙশট ব্যবহার করে - গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। এতে গাজা উপত্যকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু এই হামলা চালাতে গিয়ে আরো বড় সমস্যায় পড়ে গেছে ইসরাইল। তারা এখন তিন ফ্রন্টে ক্রমবর্ধমান সঙ্কটে পড়ে গেছে। গাজা উপত্যকার সঙ্কট তো আছেই। এর সাথে যোগ হয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও প্রতিবেশী লেবানন থেকে রকেট হামলা। তিন দিক থেকে সৃষ্টি এই সঙ্কট সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরাইল। হামাসের ওপর হামলার জের ধরে সাম্প্রতিক সময়ে ইসরাইলের উত্তর সীমান্তে রকেট হামলা বাড়ছে। খবরে বলা হয়, হিজবুল্লাহর মতো লেবাননের 'সন্ত্রাসী গ্রুপগুলো' ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রয়াসকে সমর্থন করছে। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গত রাতে লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়। তবে এগুলো সবই সীমান্ত প্রাচীরের মধ্যেই পড়ে। আর ইসরাইলি বাহিনী আর্টিলারি ব্যারেজের মাধ্যমে জবাব দিয়েছে। রকেট নিক্ষেপের ফলে উত্তর সীমান্তে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, অধিবাসীদের বোমা শেল্টারের ভেতরেই থাকতে বলা হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা এখনো ইসরাইলের নেই। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ আবারো বলেছেন, ইসরাইলি বাহিনী গাজায় পূর্ণ ও দীর্ঘমেয়াদি শান্ত করতে বদ্ধপরিকর। গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার একটি ছয় তলা ভবন ভেঙে ফেলা হয়। ভবনটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। হামলার ফলে ডেস্ক, অফিস চেয়ার, বইপুস্তক, কম্পিউটার- সবই ধ্বংস হয়। অধিবাসীদেরকে হামলার পর ধ্বংসস্তুপের মধ্য থেকে তাদের মালামাল খুঁজে নিতে দেখা যায়। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে