মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১০:৫৭:৫৮

আরও শক্তিধর হয়ে উঠছে ইরান, ক্ষেপণাস্ত্র শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার

আরও শক্তিধর হয়ে উঠছে ইরান, ক্ষেপণাস্ত্র শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার

আরও শক্তিধর হয়ে উঠছে ইরান। এমনই ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার রাজধানী তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

জেনারেল হাতামি আরও জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বিরাট সফল্য অর্জন করেছে। এছাড়া, ট্যাংক ও সাঁজোয়াযান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে। এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেকগুণ।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং শত্রুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এছাড়া, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র : পার্সটুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে