বুধবার, ২৬ মে, ২০২১, ১১:২০:২৫

এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে আয়ারল্যান্ড

এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের ফিলিস্তিনে চলা ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ করেছে আয়ারল্যান্ড। ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথম কোনো ইউরোপীয় রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে একটি সংসদীয় প্রস্তাবে সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড সরকার। প্রস্তাবটি পাস হলে সেখানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ইসরায়েলের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে