শুক্রবার, ২৮ মে, ২০২১, ০২:৩৭:৫৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন ট্রুডো

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন ট্রুডো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০০ এর বেশি ইতালীয় নাগরিককে আটক রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার (২৭ মে) দেশটির হাউস অব কমন্সে এক ভাষণে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ভোগান্তির জন্য ক্ষমা চান তিনি।

ট্রুডো বলেন, হাজার হাজার নিরীহ ইতালীয় কানাডিয়ান পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রুপক্ষীয় হিসেবে ঘোষিত হওয়ায় তাদের সন্তান ও নাতি-নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছেন।

এই ঘটনার জন্য আমি দুঃখিত। জার্মানির মিত্র হিসেবে ১৯৪০ সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় ৬০০ এর বেশি ইতালীয়কে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়। বর্তমানে দেশটিতে ১৬ লাখ ইতালীয় আমেরিকান রয়েছেন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে