সোমবার, ৩১ মে, ২০২১, ০১:৫১:৩৭

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান ঘটাতে পারেন যিনি

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান ঘটাতে পারেন যিনি

নাফতালি বেনেটের মাঝে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রীর ছায়া দেখছেন অনেকে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন তিনি। বিরোধীদের সঙ্গে ইসরায়েলে জোট সরকার গড়ার চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহুর সাবেক মন্ত্রী নাফতালি বেনেট।

রবিবার নাফতালি বেনেট জানিয়েছেন, দেশকে রাজনৈতিক দুর্যোগ থেকে রক্ষায় তিনি বিরোধীদের সঙ্গে জোট গড়তে চান।

ইসরায়েলে ১ যুগ শাসন করা নেতানিয়াহুর বয়স ৭১। সে তুলনায় কোটি কোটি টাকার মালিক নাফতালি অনেকটাই তরুণ, তার বয়স ৪৯ বছর। নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ সময় ধরে সুসম্পর্ক ছিল নাফতালির। নেতানিয়াহুর ভাইয়ের নামে নিজের বড় সন্তানের নামকরণ করেছিলেন তিনি। নেতানিয়াহুর জ্যেষ্ঠ সহযোগী হিসেবে ২০০৬-২০০৮ পর্যন্ত কাজ করেছেন। এর পর তাদের সম্পর্কে অবনতি ঘটে। 

এরপর নাফতালি বেনেট জাতীয় রাজনীতিতে আসেন ২০১৩ সালে। নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা, শিক্ষা ও অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। নাফতালি বেনেট বিশ্বাস করেন, ফিলিস্তিনি রাষ্ট্রের সৃষ্টি নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের জন্য আত্মঘাতী হবে।  সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে