সোমবার, ৩১ মে, ২০২১, ০৫:০৫:৩০

ভারতের সঙ্গে সুসম্পর্ক মানেই কাশ্মীরের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ইমরান খান

ভারতের সঙ্গে সুসম্পর্ক মানেই কাশ্মীরের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ইমরান খান

গতকাল রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এ মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানেই হচ্ছে কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা। আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। খবর আলজাজিরার।

পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে গতকাল রবিবার এ মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত লক্ষাধিক মানুষের সঙ্গে প্রতারণা হবে।

অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন, তাদের সঙ্গেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান। ইমরান আরও বলেন, আমি ক্ষমতায় বসার পরের দিন থেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেছেন, ভারত-পাকিস্তান দুদেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়।

এ ইস্যুতে দুদেশেরই অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সে বিষয়ে জোর দিয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে