সোমবার, ৩১ মে, ২০২১, ১১:৫২:৪১

পানির নিচে বাগদানের হীরার আংটি, অতপর...

পানির নিচে বাগদানের হীরার আংটি, অতপর...

সখ ছিল হ্রদের তীরে দাঁড়িয়ে বাগদান পর্ব সারবেন তারা। কোভিড হানায় পাঁচবার বাতিল হয় পরিকল্পনা। অবশেষে গত সপ্তাহে ইংল্যান্ডের বৃহত্তম উইন্ডারমেয়ার হ্রদের তীরে যান ভিকি প্যাটেল (২৫) ও রেবেকা চকরিয়া (২৬)। কিন্তু সেখানে কী ঘটল? খবর বিবিসির।

হ্রদে যাওয়ার পরই ফটোশুটে ব্যস্ত হয়ে পড়েন তারা। আচমকাই রেবেকার আঙুল থেকে খুলে হ্রদের ঠাণ্ডা পানিতে পড়ে যায় বাগদানের হীরার আংটি। এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়েন দম্পতি। ক্যামেরার ট্রাইপড দিয়েই পানি থেকে উদ্ধারের চেষ্টা করেন আংটি। কিন্তু কাজ হয়নি।

খবর পেয়ে ছুটে আসেন এক ডুবুরি। অ্যাঙ্গুস হসকিং নামে ওই ডুবুরি ২০ মিনিটের চেষ্টায় পানি থেকে আংটিটি উদ্ধার করে দেন। এতে খুশিতে আত্মহারা ওই দম্পতি। ডুবুরিকে প্রশংসায় ভরিয়ে দেন তারা। যদিও পরিবর্তে কোনো পারিশ্রমিক নেননি ওই ডুবুরি। প্যাটেল অবশ্য জানান, খুশি হয়ে তাদের তহবিলে কিছু টাকা দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে