মঙ্গলবার, ০১ জুন, ২০২১, ০৮:০৮:১৭

মুসলমানদের কেন নাগরিকত্ব দেয়া হবে না এমন প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ

মুসলমানদের কেন নাগরিকত্ব দেয়া হবে না এমন প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ

অমুসলিমরাই কেন ভারতের নাগরিকত্ব পাবে? মুসলমানদের কেন নাগরিকত্ব দেয়া হবে না এমন প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। খবর আনন্দবাজার পত্রিকার।

গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়- আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।  গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারীরা এ সুযোগ পাবেন। ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML)।

ইতিমধ্যে ওই অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন মুসলিম দেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে