বুধবার, ০২ জুন, ২০২১, ০৯:৪৯:৩৮

ফের বৃদ্ধি পেয়ে একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১০ হাজারের উপরে

ফের বৃদ্ধি পেয়ে একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১০ হাজারের উপরে

আন্তর্জাতিক ডেস্ক:  আবারো বাড়ল করোনায় মৃত্যু ্ও শনাক্তের সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ১০ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৭ হাজার ৯৬৯। একই সঙ্গে বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৩ লাখ ৬৬ হাজার ৪০০ জনের।

এই তথ্য দিয়েছেন আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। তাদের প্রকাশিত তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ১৭ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৭৩ জনের। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৬ লাখ ২ হাজার ১৬০ জন।

এদিকে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৯১৮ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯৯২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে