শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৫:৩৩

মাত্রাতিরিক্ত মোটার কারণে রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ

মাত্রাতিরিক্ত মোটার কারণে রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশরা অতিরিক্ত মাত্রায় মুটিয়ে যাচ্ছে। ২০৩৫ সালের মধ্যে দেশটির ৭২ ভাগ মানুষ মাত্রাতিরিক্ত মোটা হবে বলে জানিয়েছে ব্রিটেনের ক্যান্সার গবেষকরা। ক্যান্সার রিসার্চ ইউকে এবং ইউকে হেলথ ফোরামের গবেষকরা এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি চার জনের মধ্যে তিনজনই স্থূলতায় ভুগবে। এতে আরো বলা হয়েছে, স্থুলতার কারণে দেশটিতে অতিরিক্ত ৭ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। ১৫ বছরের মধ্যে বাড়তি ওজনের চেয়ে স্থূল লোকজনের সংখ্যা বেড়ে যাবে। ২০৩৫ সালের মধ্যে ব্রিটেনের বয়সী জনসংখ্যার ৭২ শতাংশ মাত্রাতিরিক্ত ওজন কিংবা স্থূলতায় আক্রান্ত হবে। গবেষকরা বলেছেন, এ সময়ের মধ্যে দেশটিতে প্রায় ছয় লাখ ৭০ হাজার মানুষ স্থূলতা-জনিত ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এছাড়া মাত্রাতিরিক্ত ওজনের কারণে সৃষ্ট নানা রোগে আক্রান্ত হবে ব্রিটেনের লাখ লাখ মানুষ। এসব রোগের মধ্যে টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোক থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলেছে, রাত ৯টার আগে জাংক ফুডের বিজ্ঞাপন টিভিতে প্রচার না করার আহ্বান জানিয়েছে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। এছাড়া, অনলাইনে অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয় বিক্রির বিষয়টিও পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। সাধারণভাবে এসব খাদ্য ও পানীয় কিনতে শিশুদেরকে প্রলুব্ধ করা হয়। ০৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে