রবিবার, ০৬ জুন, ২০২১, ০৪:২৩:১৬

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে ছোট ভাইয়ের মৃত্যু

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে ছোট ভাইয়ের মৃত্যু

ইতালিতে সাইক্লিংয়ের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিন বছর আগে মারা গিয়েছিলেন রোক্কো নামের সাইক্লিস্ট। তারই স্মরণেই ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন ছোট ভাই জিউসেপ্পে পেরিনো। কিন্তু মাঠে থাকা অবস্থায়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উঠতি ফুটবলার পেরিনোর। 

গত বুধবার (১ জুন) ইতালির নেপলসে এ ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী জিউসেপ্পে পেরিনো ইতালির ফুটবল ক্লাব পার্মায় খেলতেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোক্কোর স্মরণে আয়োজিত ওই ম্যাচে খেলতে নেমেছিলেন তার ভাই পেরিনো। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় নিয়ে ওই বিশেষ ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক হয় পেরিনোর। সঙ্গে সঙ্গে মাঠে চিকিৎসক দল ছুটে গেলেও তাকে বাঁচানো যায়নি। 

এদিকে, এই ঘটনায় তার মৃত্যুতে শোক জানিয়ে পার্মার টুইট, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’ 

মাঠে হৃদরোগের শিকার হয়ে ফুটবলারের মৃত্যু নতুন নয়। গত জানুয়ারিতে পর্তুগালে একটি ম্যাচ খেলার সময় ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স অ্যাপোলিনারোর মৃত্যু হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে