সোমবার, ০৭ জুন, ২০২১, ০৮:৫৬:১৪

যত দিন না পূর্ণ স্বাধীনতা পাচ্ছে, ততদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাব: কাতার

যত দিন না পূর্ণ স্বাধীনতা পাচ্ছে, ততদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাব: কাতার

আন্তর্জাতিক ডেস্ক: সবসময় ফিলিস্থিনিদের পাশে ছিল কাতার। এদিকে কাতারের বিরুদ্ধে উগ্রবাদে অর্থায়নের যে অভিযোগ ইসরাইল প্রায়ই করে থাকে তার সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, কাতারের কোনো অর্থ উগ্রবাদের প্রসারে ব্যয় হয় না। কাতারের অর্থ কিভাবে ব্যয় হয় ও কাদের কাছে যায় তা ইসরাইল জানে।

সত্যিকার অর্থে শান্তি স্থাপনে কাতার এক বিশ্বাসযোগ্য অংশীদার। কাতার বিশ্বাস করে না যে সঙ্ঘাতের সামরিক সমাধান আছে। যুদ্ধের মাধ্যমে শান্তি স্থাপন সম্ভব নয় বলে মনে করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের এক সরকারি কর্মকর্তা বলেন, যদিও কাতার ফিলিস্তিনের গরিব পরিবারগুলোকে সাহায্য করছে তবুও কাতার এক ধরনের অপপ্রচারের শিকার। কাতার প্রত্যেক ফিলিস্তিনিকে প্রতিমাসে এক শ’ ডলার করে দেয়। কাতারের ওই সরকারি কর্মকর্তা নিশ্চয়তা দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে গাজায় কাজ (সহায়তা কার্যক্রম) চালিয়ে যাবে কাতার।’

গত বুধবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তার টুইটারে বলেন, ‘গাজা পুনর্গঠনে কাতার নতুন করে আরো পাঁচ শ’ মিলিয়ন ডলার দেবে। ‘

তিনি আরো বলেন, ‘যত দিন না ফিলিস্তিনিরা পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ও যে পর্যন্ত না ফিলিস্তিনিদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাব।’ সূত্র : মিডলইস্ট মনিটর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে